ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় বাস চাপায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বিলবকচর গ্রামের বাইসাইকেল আরোহী এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহতের নাম, হরিশ চন্দ্র মন্ডল (৪৫)। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের বিলবকচর গ্রামের হরেন্দ্রনাথ মন্ডল টগরার ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার
দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট এলাকা থেকে কাজ শেষে বাইসাইকেল
যোগে বাড়ী ফিরছিল। গড়িয়াদহ এলাকায় পৌছালে একটি অজ্ঞাতনামা দ্রুতগতির পরিবহন
তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে গ্রামের বাড়ীতে রাতেই দাফন
করা হয়েছে