নরসিংদী প্রতনরসিংদীর শিবপুরে সকল অপরাধ দমনে ব্লক রেইড’ অভিযান পরিচালনা করেছেন শিবপুর মডেল থানা পুলিশ। রবিবার ( ২১ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান। ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়েছে। আজকে কাউকে আটক করা হয়নি বা কোনো কিছু জব্দও করা হয়নি। এ অভিযান চলবে বর্তমানের অপরাধীরা মাস্ক পরিধান করে বিভিন্ন পোষাকে চলাফেরা করে তাদেরকে চিহ্নিত করতে পুলিশ প্রশাসন ধরতে পারে না। তাই ব্লক রেইড এর মাধ্যমে গাড়ীতে বা বাসস্ট্যান্ডের মোড়ে থানা এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।

