ষ্টাফ রিপোটার গোবিন্দগন্জ পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত থেকে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোটের। প্রার্থী ও ভোটারদের অপেক্ষা করতে হবে ৩২ ঘণ্টা। আগামী শরিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোনও বিরতি ছাড়া চলবে ওইদিন ৪টা পর্যন্ত। ওই জন রায়ের ফলে গঠিত হবে আগামী পাঁচ বছরের জন্য নতুন পৌর পরিষদ।এদিকে, তৃতীয় ধাপে ৬৪ পৌরসভা নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে গচ্ছিত আছে যাবতীয় নির্বাচনি সামগ্রী। যথাসময়ে তা চলে যাবে নির্বাচনি সব কেন্দ্রে। গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মো.খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির ফারুক আহম্মেদ (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী মোঃ মুকিতুর রহমান রাফি (নারিকেল গাছ),স্বতন্ত্র প্রার্থী জহুরা খাতুন আনিকা (মোবাইল ফোন), ইসলামি আন্দোলন বাংলাদেশ আনিছুর রহমান (হাত পাখা)। পাঁচ মেয়র প্রার্থীসহ ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী। এবার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ভোটকেন্দ্র ১৫টি,বুধ ৯২টি। ভোটকক্ষে ২৯ হাজার ৯শ ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬শ’ ৭৪ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৩শ’ ৫ জন

