স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতাধীন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী-নাওডুবি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ওই কাজের উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে চন্দনী বাজারের ডাঃ বিদ্যুৎ স্মৃতি মঞ্চে
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর
রহমান শাহীনুর, সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুর রবসহ অন্যান্যরা। সঞ্চলায়
ছিলেন, চন্দনী নাওডুবি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি
আব্দুর রাজ্জাক মন্ডল।
এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী গোলাম রাব্বানী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে ১ কোটি ২লাখ টাকা ব্যয়ে ৫.২০২ কিলোমিটার দীর্ঘ খনন কাজটি বাস্তবায়ন করবে চন্দনী নাওডুবি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড।