ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎ বিল প্রদান, গ্রাহকদের হয়রানি

866 0

ঝিনাইগাতী উপজেলায় ৩ জানুয়ারী বুধবার বিকালে উপজেলার জিরো পয়েন্টে পিডিপি ভূতুড়ে ও অপ্রত্যাশিত বিদ্যুৎ বিল প্রদান, গ্রাহকদের হয়রানি ও অসৎ আচরণের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিদবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । “সকল ক্ষেত্রে সুশাসন চাই, দুর্নীতির অবসান চাই” স্লোগান নিয়ে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আয়োজনে মানববন্ধনের কর্মসূচি পালন করেন । উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, জেলা জাসদের সহ-সভাপতি লাল মোহাম্মদ শাজাহান কিবরীয়া, উপজেলা জাসদের সহ-সভাপতি রফিকুল বারী ছানা, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক মুখলেসুর রহমান মুকুল, জাসদ ছাত্রলীগ শেরপুর জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মান্নান, জাতীয় কৃষক জোটের সভাপতি মমতাজ আহমেদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি ফকির আমিনুল ইসলাম, জাসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান লালচান, জাসদ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস। এছাড়াও বক্তব্য রাখেন সেলিম আহম্মেদ, সায়েদ আহম্মেদ জুয়েল, পলাশ, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বর্তমান আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামানের অসৌজন্য মূলক আচরণের শাস্তি দাবি করে কঠোর আন্দলোনের হুশিয়ারি প্রদান করেন । এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকের কাছে লক্ষাধিক টাকার বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে বারংবার নোটিশ করা সত্বেও সে আমলে না নেওয়ায়, তার বিরুদ্ধে মামলা করায় তিনি আমার তথা আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন৷

Related Post

সাংবাদিকের উপর হামলা।

Posted by - February 1, 2021 0
নিজেস্ব প্রতিনিধিঃশাওন শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার পদ্মাটিভি২৪ ও এটুজেড বার্তা২৪ এর প্রতিনিধির উপর ন্যাক্করজনক হামলা হয়েছে।উপজেলার ৭নং মেগচামী ইউনিয়ন পরিষদের…

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে সন্দেহ জনক দুই জন গ্রেপ্তার

Posted by - April 4, 2021 0
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুরে গভীর রাতে দূর্বৃত্তরা একাধিক বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়…

লোহাগড়ায় ইউপি ভূমি সহকারী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

Posted by - February 5, 2021 0
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলা সহকারী কমিশনার…

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম চৌরাস্তা দখল

Posted by - March 22, 2021 0
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম চৌরাস্তা বাজারের জায়গা অন্যের দখলে থাকায় বাজার বসছে ব্যস্ততম সীমান্ত সড়কের রাস্তায়। এতে…