ঝোপঝাড়ে মলত্যাগ সংবাদ প্রকাশে’ রাণীশংকৈলে ৩০ পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাড়ী

680 0

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

স্যানিটেশনের অভাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় খোলা আকাশের নিচে ঝোপঝাড়ে মলত্যাগ করা নেকমরদ ইউনিয়নের ঘনশ্যাপুর গ্রামের আদিবাসী পাড়ার সেই ৩০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সরাসরি তদারকি করা আশ্রয়ণ-২ প্রকল্পের বাড়ী। সম্প্রতি “রাণীশংকৈলে ঝোপঝাড়েই ৩০ পরিবারের মলত্যাগ” শিরোনামে সংবাদ পরিবেশন হয়েছিল দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকাগুলোয় । সংবাদ পরিবেশেনের মাস তিনেক পরেই সেই এলাকায় এখন স্বাস্থ্য সম্মত বাথরুম , রান্নাঘরসহ দুটি থাকার ঘরের নির্মাণ কাজ চলছে। উপজেলা ত্রাণ অফিস জানিয়েছে, ঝোপঝাড়ে মলত্যাগ করা ঘনশ্যামপুর গ্রামের আধিবাসী পাড়ার ৩০টি বাড়ী আগামী ১৭ মার্চের মধ্যে নির্মাণ শেষে প্রত্যক পরিবারকে বাড়ীর মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। অর্থনৈতিক সংকটের কারণে সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিনের ব্যবস্থা করতে না পারায় এ পাড়ার ৩০ পরিবারের প্রায় ২০০ সদস্য ভোরের সূর্য ফোটার আগেই আশে পাশের ঝোপঝাড়ে সেরে নেয় তাদের (মলত্যাগ) প্রাকৃতিক ডাকের কাজ। এতে তারা সহ আশপাশের পরিবারগুলো মারাত্নক পরিবেশ দূষণের শিকার হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও ছিল। তবে তাদের সেই দূর্ভোগ লাঘবে বসবাসকৃত স্থানগুলোতে বর্তমানে বাড়ী নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। এতে দীর্ঘশ্বাস নিয়েছে সেই পরিবারের মানুষগুলো । বিশেষ করে নারীরা বেশ স্বস্তি পেয়েছে। এখন তারা নিরাপদে বাথরুমে গোসল, ল্যাট্রিনে মলত্যাগ, সূপেয় পানি পান সহ যাবতীয় প্রয়োজনীয় কাজ সারতে পারবে। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার নেকমরদ ঘনশ্যামপুর মৌজার একটি পুকুর পাহাড় সরকারী সম্পত্তি হওয়ার সুবাদে গত ২০১৯ সালের জুন মাসে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গৃহহীন ভুমিহীনদের বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ইকো সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রাণীশংকৈল শাখার মাধ্যমে তালিকা করে। পূর্ণবাসনের ব্যবস্থা করেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা। এসব ভুমিহীনদের মধ্যে রয়েছেন আদিবাসী হিন্দু মুসলিম ও দলিত নৃ-গোষ্ঠীর মানুষজন। সকলে মিলে মিশে কোন রকম ঘর তুলে সেখানে বসবাস করলেও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও টিউবওয়েলের অভাবে পরিবার পরিজন নিয়ে চরম পরিবেশ বিপর্যয়ের মধ্যে ছিলো তারা। বর্তমানে বাড়ী নির্মাণ করে দেওয়ায় ঐ আদিবাসী পাড়ার ময়না পাহানি মুচকি হাসি দিয়ে বলেন, ঘর দিয়েছে , সাথে ল্যাট্রিন টিউবওয়েল রান্না ঘরও দিয়েছে। এ জন্য আমি খুব খুশি। এখন পরিবার নিয়ে স্বাস্থ্য সম্মতভাবে বসবাস করতে পারবো । তিনি এক প্রশ্নের জবাবে বলেন, শুনছি ঘরগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিচ্ছেন। শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তিনি ঢাকায় বসে আমাদের মত ক্ষুদ্র মানুষের যে খোঁজ রেখেছেন এ জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। নতুন বাড়ী প্রসঙ্গে নরেন পাহান তার প্রতিক্রিয়ায় জানান, ভুমিহীন পরিবার নিয়ে যেখানে সেখানে বসবাস করতাম ইএসডিও সংগঠনের সহাতায় এসিল্যান্ড আমাদের এখানে স্থায়ী জায়গা দিয়েছে। সেখানে কোন রকমে একটি ঘর করে পরিবার নিয়ে চললেও অর্থের অভাবে টিউবওয়েল ল্যাট্রিন নির্মাণ করতে পারিনি। বাথরুম সারতে হতো ঝোপঝাড়ে। এখন শুনছি সরকার আমাদের নামে জায়গার দলিল করে দিয়ে সু-সজ্জিত বাড়ীও নির্মাণ করে দিচ্ছে। এতে খুব খুশি আমরা। রাণীশংকৈল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আকাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সকল শ্রেণীর মানুষের প্রতি খেয়াল রাখেন তারই বহিঃপ্রকাশ এটি। আমি মনে করি শেখ হাসিনার এ অবদান আজীবন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, এ সমস্ত হতদরিদ্র পরিবারগুলো এ প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবে। যে পরিবারগুলো এক সময় বাথরুম ও সুপেয় পানির অভাবে স্বাস্থ্যঝুকিতে ছিলো, তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় সু-সজ্জিত বাড়ী পাবে এটি তাদের জন্য খুশির ব্যাপার। উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, শেখ হাসিনার ঘোষণা, গৃহ ছাড়া কোন মানুষ দেশে থাকবে না। তারই প্রতিফলন হচ্ছে হতদরিদ্র এই আদিবাসী পাড়ার মানুষদের বাড়ী নির্মাণ করে দেওয়া।

Related Post

রাজবাড়ীর বাণিবহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী

Posted by - February 7, 2021 0
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের দারুল উলুম হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বিতরণী অনুষ্ঠানে…

বিদেশে চিকিৎসার অনুমতি চাইবে খালেদা জিয়ার পরিবার

Posted by - January 1, 2021 0
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি এবং বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে শিগগিরই সরকারের কাছে আবেদন করবে তার পরিবার।…

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট-দূর্ভোগে পথচারীরা!

Posted by - March 7, 2021 0
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পুরোনো কালর্ভাটটি তিনবার সংস্কার করার পরও আবারো ভেঙে যায়। তারপর হতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাঙা…

বালিয়াকান্দীতে পুলিশের উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ

Posted by - March 22, 2021 0
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপি বাংলাদেশ পুলিশের উদ্যোগে অদ্য ইং ২১/০৩/২০২১ তারিখ বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব ড. মোঃ বেনজির…
ted in 0.57214188575745 seconds, on 03-11-22 21:39:55 -->