ফরিদপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ভাংগা থানাধীন কাউলীবেড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক ১। রিয়াজ মাতুব্বর(১৮), পিতা-ফারুক মাতুব্বর, সাং-কাউলীবেড়া, ২। হাফিজুল বিশ্বাস(২০), পিতা -মোতালেব বিশ্বাস, সাং-পল্লীবেড়া, উভয় থানা ভাঙ্গা, জেলা ফরিদপুরদ্বকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

