ধোবাউড়া, ময়মনসিংহের ধোবাউড়া ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু হয়েছে । শুক্রবার সকাল সারে ১0 টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে । পুলিশ সূত্রে জানা যায় উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পূর্ব পাশে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । ধোবাউড়াগামী রডবাহী ট্রাকের সাথে হালুয়াঘাটগামি মোটরসাইকেলর সংঘর্ষ হলে ট্রাকটি পাশের খাদে পড়ে যায় এবং দুর্ঘটনার ঘটনাস্থলে মৃত্যু হয় খরিয়া গ্রামের সাব্বির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (৩২)এর। গুরুতর অবস্থায় উদ্ধার করে বাঘবের গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি(৩৪) উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । আহত অবস্থায় জুয়েল নামের বেকু ড্রাইভার কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: চাঁদ মিয়া বলেন ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু হয়েছে । ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

