নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী সদর উপজেলার প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সদর উপজেলা নির্বাহী অফিসার পাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল।
পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি,
চিত্রাংকন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা
হয়।