ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত
ইউনিয়নের কালিনগর বাজারে পাটের গুদামে আগুন ধরে ৩টি পাটের গুদাম পুড়ে ছাই
হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা। খবর পেয়ে বোয়ালমারী,
সালথা, মুকসিদপুর ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন
নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে
তিনটার দিকে কালিনগর বাজারে বিদ্যুতের সর্টসার্কিট থেকে পাটের গুদামে
আগুন লাগে। এ সময় আগুন চারি দিকে ছড়িয়ে পড়ে। আগুনে মো. মনির মোল্যা,
জালাল সিকদার, সনজিব অধিকারীর পাটের ঘর পুড়ে যায়। বোয়ালয়ার সার্ভিসের টিম
লিডার মো. ওহিদুজ্জামান সাইফুল বলেন, আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী,
সালথা, মুকসিদপুর থেকে মোট তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে
আনা হয়। সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

