অদ্য ইং ০২/০২/২০২১ তারিখ অত্র থানার জানুয়ারি/২০২১ মাসের টিএ বিল ফরিদপুর জেলার ডিজিটাল স্টিটেমের মাধ্যমে প্রস্তুত করে অফিসার ইনচার্জ, মধুখালী থানার নিকট হস্তান্তর করেন এএসআই মোঃ সাজেদুর রহমান(ক্যাশ অফিসার), হিসাব শাখা, ফরিদপুর। উক্ত কাজে সার্বিক সহায়তা প্রদান করেন কনস্টেবল/৮৩৯ মোঃ মঞ্জুরুল ইসলাম, মধুখালী থানা, ফরিদপুর।

