ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে “বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাব” শুভ উদ্বোধন করলেন দেশের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ । মধুখালী উপজিলার ভাটি মথুরাপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে একটি ক্লাব নির্মাণ করা হয় এবং নগদ আর্থিক সহযোগিতা করেন মাহমুদা বেগম ক্রীক, সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ । আজ রোজ রবিবার ক্লাবটি উদ্বোধন করা হয় । এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে প্রাণী ও মৎস অতিরিক্ত সচিব শাহ মোঃ ইমদাদুল হক, ফাতেমা নূর চক্ষু হাসপাতাল এর এমডি ডাঃ শাহ্ মোঃ রেজাউল করিম এখানে আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার উপজিলা নিবাহী কর্মকর্তা এবং মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম সহ আরো গন্য-মান্য ব্যক্তি ।
এখানে উল্লেক্ষ্য, এই বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাব টির রূপকার ছিলেন এলাকার প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ মো: আলী আকবার, প্রাক্তন চেয়ারম্যান, গাজনা ইউনিয়ন পরিষদ।