বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট কমান্ড কর্তৃক আজ সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারদের মাঝে উপহার হিসাবে শীতবস্ত্র প্রদান করেন। এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে এ ডি এম তাসলিমা আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সাহা ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রেজা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আই ভি মাসুদ, যুদ্ধকালীন কমান্ডার মোঃ মোকাররম হোসেন, সাবেক জেলা কমান্ডার এম এ সালাম লাল, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃনজরুল ইসলাম জামাল, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃআমিনুল ইসলাম ফরিদ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ফকির, সাবেক সদর উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃশামসুদ্দীন মোল্লা প্রমুখ।

