রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে অভিনব কায়দায় ঢাকাগামী বাঁধাকপির ট্রাকে থাকা একটি বেগুনের বস্তা থেকে ৯৯ বোতল ফেনসিডিল মাদক উদ্ধার করা হয়। সফল ভাবে এ অভিযান পরিচালনা করায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অর্থ পুরষ্কার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুরস্কার প্রদান করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহম্মেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা
জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহম্মেদ জানান, গত ২৪ জানুয়ারী ভোর রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ২ নং ফেরিঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের পাশে জনৈক ওয়াহিদুল হকের মা ষ্টোর নামক দোকানের সামনে দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো -ড-১৪-৬০৩০) ঢাকাগামী বাঁধাকপির ট্রাকে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সে সময় বাঁধাকপি ট্রাকে থাকা একটি বেগুনের বস্তার মধ্য থেকে তারা ৯৯ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল ফোনসিডিল উদ্ধার করে। সেই সাথে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের জালাল উদ্দিন সরদারের ছেলে সোহেল রানা (৩১) এবং ফিলিপনগর গ্রামের মংলা প্রামাণিকের ছেলে মামুন হোসেন (২০) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।