মঙ্গলবার (১৬ মার্চ) সকালে মতবিনিময় সভায় বক্তৃতা করেন-বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা পূজা পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়, সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার পাল, সাধারণ সম্পাদক সাংবাদিক সনজিৎ কুমার দাসহ ৭টি ইউনিয়ন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের নেতারা।
এসময় আইন হাতে তুলে না নেয়া, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ, আত্নহত্যা প্রতিরোধে সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।