মধুখালী উপজেলা নির্বাচন কেন্দ্র করে দ্রুত গতিতে চলছে নৌকার প্রচার । দেশরত্ন শেখ হাসিনার নৌকা মার্কা নিয়ে এগিয়ে যাচ্ছেন শহিদুল ইসলাম । গতকাল রোজ রবিবার মধুখালী উপজেলার বামুন্দী বালিয়াকান্দি বাজারে শহিদুল ইসলাম সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন এবং তার নৌকা প্রতীকে ভোট দিতে জনগনকে আহবান জানিয়ে বক্তব্যে তিনি বলেন মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত হিসেবে মধুখালী গড়তে চান এবং সকল প্রকাৱ উন্নয়নে পাশে থাকতে চান । সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং সদস্যগণ । শহিদুল ইসলামের পক্ষে তারাও নৌকা মার্কায় ভোট চান এবং এলাকাবাসীর কাছে দোয়া চান ।

