রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী বলেছেন, রাজবাড়ী পৌর নির্বাচনে চার জন মেয়র প্রার্থী। তারমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী আছে একজন। নৌকা মার্কা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরী। তাই নেত্রী যাকে মনোনয়ন দিয়েছে, তারা সবাই তার নির্বাচন করবেন। মহম্মদ আলীকে বুঝি না, আমরা বুঝি নৌকা। তাই উন্নয়নের প্রতীক নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বুধবার রাতে আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে
শহরের ব্যবসায়ীদের আয়োজনে মতবিনময় সভা তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।
কাজী ইরাদত বলেন, মাদকাসক্ত ব্যক্তি পৌর মেয়র হতে পারে না। মাদকাসক্ত ব্যক্তি মেয়র হলে পৌর এলাকা হবে গাঁজার আসর। নৌকার কোন বিকল্প নাই এবং নৌকার বিজয় হলে উন্নয়নও হবে। দলের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। যারা ভোট চাওয়ার কার্যক্রম শুরু করবে। কেউ নৌকার সাথে বেইমানি করবেন না এবং নৌকার বিকল্প নাই। অন্য প্রার্থীকে মেয়র নির্বাচিত করলে রাজবাড়ী পৌরসভার কোন উন্নয়ন হবে না। তাই সবাইকে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।