ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকার একটি বাথ রুমের ভেতর থেকে গফুর শেখ (৬০) নামে একজন রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গফুর ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত শোরশেদ শেখের ছেলে। তবে সে বেশ কিছু দিন ধরে জেলা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমুদ্দিনপাড়া গ্রামে থাকা বড় বোনের বাড়ীতে বসবাস করে আসছিলো।
প্রত্যক্ষদর্শী, থানা ও হাইওয়ে পুলিশের সাথে কথা বলে জানাগেছে,
শুক্রবার সন্ধ্যার আগে জেলার গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকার
মহাসড়কের পাশের একটি বাথ রুমে যান গফুর শেখ। দীর্ঘ সময় তিনি বের না হওয়ায়
স্থানীয়রা উকি দিয়ে দেখেনগফুর মৃত অবস্থা সেখানে পড়ে আছে। পরে পুলিশকে খরব
দেয়া হয়।
গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে।