রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কালেক্টরেট চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পুস্পমাল্য অর্পন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও সহযোগি সংগঠানের পতাকা উত্তোলন এবং কার্যালয়ের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। সে সময় এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।