রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের একটি কলা বাগান থেকে
নিলা আক্তার ঝর্না নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিলা আক্তার ঝর্না কালিকাপুর ইউনিয়নের চরচিলুকা গ্রামের মোঃ হাসেমের
মেয়ে ও মোহনপুর গ্রামের অহিদুলের স্ত্রী ছিলেন। বুধবার সকালে তার মরদেহটি
উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা মোঃ হাসেম জানান, চার মাস যাবৎ স্বামীর সাথে ঝগড়া হওয়ায় বাবার
বাড়িতে বসবাস করছিলো তার মেয়ে নিলা আক্তার ঝর্না। মঙ্গলবার রাতের খাবার
খেয়ে মেয়েটি তার শোবার ঘরে যায় বুধবার সকালে বাড়িরর পাশে কলা বাগানে মরদেহ
পাওয়া যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, স্থানীয়দের
দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি
প্রক্রিয়া চলমান আছে। ঘটনার সাথে জরিতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

