আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রচার-প্রচারনা। তবে নির্বাচনে প্রার্থীর কর্মীদের হুমকী-ধামকি প্রদানের একাধিক অভিযোগ জমা পরেছে রিটানিং অফিসারের কাছে।
আজ রবিবার সকালে “নারিকেল গাছ” প্রতীকের মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু তার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এ নির্বাচনের রিটানিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহম্মেদ সালেহীনের কাছে চারটি অভিযাগপত্র জমা দিয়েছেন।
জানাগেছে, আলমগীর শেখ তিতু রিটানিং অফিসারের কাছে অভিযোগপত্র জমা দেবার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তার নেতৃত্বে একটি মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আজাদী ময়দানে সমাবেশে মিলিত হয়।
রিটানিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহম্মেদ সালেহীন জানান, মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর অভিযোগ গুলো পাওয়া গেছে। অভিযোগ গুলো খতিয়ে দেখা হচ্ছে।