রাজবাড়ীতে চলন্ত বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য গ্রেপ্তার

826 0

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মার মোড় এলাকায় চলন্ত বাসে ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত স্কুল ব্যাগ ১ টি, চাপাতি ২ টি, চাকু ৪ টি, মোবাইল ৬টি এবং সীমকার্ড ১২টি উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো, মানিকগঞ্জ জেলার ঘেউর উপজেলার কাউটিয়া গ্রামের মৃত মুন্নাফের ছেলে মোঃ আব্দুল জলিল (৪০), কালই গ্রামের মোঃ আহম্মদ আলীর ছেলে মোঃ লিটন (২০), হরিরামপুর থানার কুকুর হাটি গ্রামের শেখ গফুরের ছেলে মোঃ শেখ জুয়েল (২০), গাইবান্ধা পলাশবাড়ি থানার কেশরগাড়ি গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ মিলন মিয়া (২০), মৃত মুকুল রহমানের ছেলে মোঃ পাপুল ইসলাম (২০), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা অনন্তপুর গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২০), বিপীন চন্দ্র মহন্তের ছেলে উজ্জল চন্দ্

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রবিউল ইসলাম জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পদ্মার মোড় নামক ঢাকা মহাসড়কের উপর হতে চলন্ত বাসে ডাকাতি গ্রহনের প্রস্তুতের সময় ডাকাত দলের ৭ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৮এর ফরিদপুর ক্যাম্প। রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা মহাসড়কের উপর দীর্ঘদিন যাবৎ ডাকাত দলের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবহন বাসে ডাকাতি কার্যক্রম করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে গত শুক্রবার গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা মহাসড়কের উপর একে ট্রাভেলস নামক পরিবহন বাসে ডাকাতি করার প্রস্তুতের সময় ডাকাত দলের ওই ৭ সদস্যকে কে হাতে নাতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত স্কুল ব্যাগ ১ টি, চাপাতি ২ টি, চাকু ৪ টি, মোবাইল ৬টি এবং সীমকার্ড ১২টি উদ্ধার করা হয়।


আসামীদের জিজ্ঞাসাবাদ ও আসামীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে জানা যায় যে, আসামীরা পেশাদার ডাকাত এবং ইতিপূর্বে তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে। উল্লেখ্য যে, এই ডাকাত দলের সদস্য থাকে ৭-৮ জন, এদের মধ্যে অন্তর্ভূক্ত থাকে একজন প্রশিক্ষিত গাড়ী চালক সে প্রথমে ড্রাইভারকে অস্ত্রের মুখে রেখে গাড়ী নিজ নিয়ন্ত্রনে নেয় তারপর অস্ত্রের মুখে গাড়ীর যাত্রীদের নিকট হতে বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র যেমন, স্বর্ণ-অলংকার, টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। এক্ষেত্রে যাত্রীরা কোন প্রতিরোধ করার চেষ্টা করলে অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করতে দিধাবোধ করে না। তাদের জবানবন্দী থেকে আরো জানা যায় যে, তারা গত দেড় মাসে দেশের বিভিন্ন স্থানে ৫ টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের করা হয়েছে

Related Post

রাণীশংকৈল হাসপাতালে জামাইয়ের লাশ ফেলে পালালেন শুশুরবাড়ির লোকজন.

Posted by - April 11, 2021 0
. আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুশুর বাড়ীতে স্ত্রী সহ বেড়াতে গিয়ে লাশ হলেন জামাই। ঘটনাটি পৌরশহরের ভাটাপুড়া…

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৮ বছর বয়সী ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

Posted by - January 29, 2021 0
ছাগল নিয়ে মাঠে যাওয়া সাত বছর বয়সী এক শিশুকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের দায়ে মোঃ মাসিম মন্ডল (৩৮) নামে…

ফরিদপুর, জিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

Posted by - March 11, 2021 0
ইং ১০/০৩/২০২১ তারিখ ভাংগা থানা পুলিশ কর্তৃক জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ সালাউদ্দিন মুন্সী(৪০), পিতা-ছানু মুন্সী, সাং-কাপুড়িয়া সদরদী, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর,…

রাণীশংকৈল আাবারও যুগল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

Posted by - March 16, 2021 0
আনোয়ার হোসেন আকাশ: রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবারও প্রাচীন যুগের কষ্টি পাথরের যুগল ও আধাভাঙ্গা মুর্তি উদ্ধার করা হয়েছে।…