রাজবাড়ী জেলাতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। নতুন করে ১০জনসহ এ পর্যন্ত ৩৪৯১জন করোনা আক্রান্ত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করেছে।,
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বুধবার বলেন, গত
১৩ ও ১৪ মার্চ ৩৫ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ১০ টি। সদর উপজেলার ৮
জন (প্রেরিত নমুনা ১৮ টি), গোয়ালন্দ উপজেলার ১ জন (প্রেরিত নমুনা ৫ টি),
পাংশা উপজেলার ১ জন (প্রেরিত নমুনা ১২ টি)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৪৯১
জন। (রাজবাড়ী সদর উপজেলা ১৮৭৮ জন, পাংশা উপজেলা ৭৬৫ জন, কালুখালী উপজেলা
২৩৯ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলা ২৮০ জন )।
সুস্থ ৩৪৩৭ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৮৪৪ জন, পাংশা উপজেলা ৭৫৫ জন, কালুখালী উপজেলা ২৩৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৭৬ জন )। মৃত্যু ৩০ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৬ জন, পাংশা উপজেলা ৭ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )। হোম আইসোলেশনে চিকিৎসারত ২২ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯ জন, পাংশা উপজেলা ২ জন, কালুখালী উপজেলা ০ জন, বালিয়াকান্দি উপজেলা ০ জন, গোয়ালন্দ উপজেলা ১ জন)। হাসপাতালে ভর্তি আছেন ২ জন।