রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার থেকে এক ডিস লাইন ব্যবসায়ীর এফ জেড মোটর সাইকেলের তালা ভেঙ্গে নিয়ে যাবার প্রাক্কালে ওই মোটর সাইকেল চোরকে আটক করে স্থানীয়রা গণধোলাই প্রদান করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
আটককৃত চোরের নাম মিন্টু সরদার (৩৫)। সে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার হাসনহাটি গ্রামের মোজাম সরদারের ছেলে।
রাজবাড়ী থানার এসআই আবু জায়েদ শেখ জানান, মঙ্গলবার সন্ধ্যার পূর্বে মাটিপাড়া বাজারে এফ জেড মোটর সাইকেলের রেখে খানিকটা দুরে অবস্থান করছিলেন, জেলা শহরের নতুনবাজার এলাকার ডিস লাইন ব্যবসায়ী জাহিদ। সে সময় অত্যান্ত দ্রুততার সাথে ওই মোটর সাইকেলের ঘাড়ের তালা ভেঙ্গে ফেলে চোর মিন্টু সরদার। সে সময়ই স্থানীয়রা তাকে ধরে গণধোলাই নিয়ে রাজবাড়ী থানা পুলিশের হাতে তুলে দেয়।