রাজবাড়ী সদর উপজেলার আলীপুরের জনৈক মনু মিয়ার চা-এর দোকানে অভিযান চালিয়ে ৮ জন জুয়ারুকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সাথে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার জুয়া আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানার অফিসার ও ফোর্স আলিপুরের মনু মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। সে সময় জুয়া খেলারত অবস্থায় আলীপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০), আলী হোসেনের ছেলে মোঃ কাইয়ুম সরদার (২৪), রসুলপুর গ্রামের মৃত মতিন পাটোয়ারীর ছেলে নুর মোহাম্মদ (২৮), আমিন গাজীর ছেলে রকি গাজী (৩০), মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ রেজাউল (৩০), আলীপুর গ্রামের মৃত শহিদুলের ছেলে মনু মিয়া (৪০), মোঃ আব্দুল মজিদ সরদারের ছেলে সোলায়মান (৩৫), এবং মৃত ওয়াজেদ মিয়ার ছেলে মোঃ কামাল (২৮) কে গ্রেপ্তার করা হয়। সে সাথে তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭শত ৪০ টাকা ও ২ সেট তাস আলামত হিসাবে জব্দ করা হয়।
রাজবাড়ী থানার ওসি আরো জানান, এ ঘটনায় রাজবাড়ী থানার ১৮৬৭ সালের জুয়া আইন এর জ্জ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তি সদর উপজেলার দাদসী ইউনিয়নের
গোপিনাথদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে এবং সিআর মামলা নং-৩৫৪/১৯ নং
মামলার আসামী মোঃ ফরিদ হোসেন কেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।