রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে উদয়পুর আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কম্বল বিতরণী অনুষ্ঠান।
বসন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলো। সে সময় ওই এলাকার তিন শত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।