ছাগল নিয়ে মাঠে যাওয়া সাত বছর বয়সী এক শিশুকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের দায়ে মোঃ মাসিম মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত মাসিম মন্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামের হানিফ ব্যাপারীর ছেলে।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ উমা
সেন বলেন, ওই কন্যা শিশু ২০১২ সালের ২১ অক্টোবর এপ্রিল সকাল ৯ টার দিকে
একটি মাঠে ছাগল রাখতে যায়। সে সময় হঠাৎ করেই মাসিম মন্ডল পেছন থেকে শিশুটির
মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে এবং পাশে থাকা ধান ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে।
মেয়েটি প্রচন্ড ব্যাথায় মুখ থেকে গামছা সড়িয়ে চিৎকার করে। সে সময় ওই মাঠে
থাকা অন্যান্যরা এগিয়ে আসলে ধর্ষক মাসিম মন্ডল পালিয়ে যায়। পরবর্তীতে
বিষয়টি সালিস মিমাংসার উদ্যোগ নেয়া হলেও তা ব্যার্থ হয়। যে কারণে একই বছরের
২৫ অক্টোবর মেয়েটির দাদা বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করে।
ওই মামলার দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করে। তবে
রায় প্রকাশের দিন আসামি মাসিম আদালতে হাজির হয়নি। সে পলাতক রয়েছে।