আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর মহেশপুরে ‘জে এম কে ব্রিক্স’ ইটভাটার জমানো মাটির স্তুুপ থেকে ভাঙা একটি কষ্টি পাথরের খোদাই করা মূর্তি পুলিশ গিয়ে উদ্ধার করেন। বুধবার (১০মার্চ) বিকালে সাড়ে ৫ কেজি ওজনের এ কষ্টি পাথরের মূর্তিটির সন্ধান পাওয়া গেছে । থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- উপজেলার বাজে বাকসা গ্রামে উটকল দিয়ে একটি পুকুর খননের কাজ করা হয়। খননের সে মাটি ‘জে এম কে’ ইটভাটায় বিক্রি করা হয় । ইটভাটায় সে জমানো মাটি খুঁড়তেই ভাটা শ্রমিকরা এ মূর্তিটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি)ইটভাটা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, একটি ইটভাটা থেকে কষ্টি পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করি আমরা । মূর্তিটি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।