তৃতীয় ধাপে রাজবাড়ী পাংশা পৌরসভার নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ওয়াজেদ আলী (নৌকা),
বিএনপির প্রার্থী রইচ উদ্দিন খান (ধানের শীষ) ও উপজেলা যুবলীগের আহ্বায়ক
(স্বতন্ত্র) মেয়র প্রার্থী ফজলুল হক ফরহাদ (জগ) প্রতীকসহ ৩ জন এবং সংরক্ষিত
মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী
প্রতিদ্বন্দীতা করছেন।
তবে প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াজেদ আলী অবস্থা বেশ ভালো। তিনি এ পৌরসভার সাবেক মেয়র এবং একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। যদিও এ পৌরসভায় তার সাথে লড়াই হবার সম্ভবনা রয়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক ফরহাদ (জগ প্রতীক)। পাংশা উপজেলা যুবলীগের আহবায়ক হওয়ায় তার পক্ষেও গোপনে আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের একটি গ্রুপ কাজ করছে। বেশির ভাগ ভোটারেরই দাবী গোপনে আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠানের নেতারা ইন্দন না জোগালে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াজেদ আলীর তেমন কোন বেগ পোহাতে হতো না। যদিও নৌকা প্রার্থীর পক্ষে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা কাজ করেছেন এবং সরাসরি মাঠে ভোট চেয়েছেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, পরিবেশ অত্যান্ত শান্ত রয়েছে। আসা করছেন উৎসব মুখর পরিবেশে পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপড় রয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর তিন শতাধিক সদস্য নিয়োজিত থাকবে। ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১১৩ জন ও মহিলা ভোটার ১২ হাজার ২০০ জন।
মেয়র প্রার্থী ফজলুল হক ফরহাদ (স্বতন্ত্র) জানান, তিনি আশাবাদী
জনগণের ভালবাসায় তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। নির্বাচতি হলে
পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ আধুনিক ও ডিজিটাল পৌরসভার ক্ষেত্রে
সকল কিছু করবেন।
মেয়র প্রার্থী ওয়াজেদ আলী (নৌকা) জানান, তার নৌকা
প্রতীক নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তারপরও তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচন
করছেন। জনপ্রিয়তা ও যোগ্যতা আছে বলেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং
তিনিই বিজয়ী হবেন। তার প্রতিদ্বন্দী হিসাবে যুবলীগ নেতাকে দাঁড় করানো
হয়েছে। সে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে
নির্বাচনে উদ্ভূদ্ধ করছে। তবে তিনি বিজয়ী হবেন। পরিকল্পনা করে ড্রেনেজ
ব্যবস্থার মাধ্যমে জনগণের দূর্ভোগ লাগব করবে। নির্বাচনে আওয়ামী লীগের সকল
নেতাকর্মী তার সাথে আছে, তবে একটি চক্র নৌকার বিরুদ্ধেও কাজ করছে।