শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম চৌরাস্তা বাজারের জায়গা অন্যের দখলে থাকায় বাজার বসছে ব্যস্ততম সীমান্ত সড়কের রাস্তায়। এতে ওই রাস্তা দিয়ে প্রতিদিন বালুর গাড়ীসহ বিভিন্ন যানবাহন চলার কারণে পথচারীসহ ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই বাজারের নামে ৬০ শতাংশ জমি সরকারের নামে লেখা রয়েছে। কিন্তু ২/১ জন অসাধু ব্যক্তি ভূমি দস্যু জায়গাটি দখল করে ঘর বাড়ী ও সবজির আবাদ করেছে। সরকার প্রতিবছর ওই বাজার থেকে রাজস্ব আদায় করলেও হাট বাজারের কোন উন্নয়ন হয়নি।এ ব্যাপারে এলাকাবাসী হাট বাজারের জায়গা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন

