নিজেস্ব প্রতিনিধিঃশাওন শেখ
ফরিদপুরের মধুখালী উপজেলার পদ্মাটিভি২৪ ও এটুজেড বার্তা২৪ এর প্রতিনিধির উপর ন্যাক্করজনক হামলা হয়েছে।উপজেলার ৭নং মেগচামী ইউনিয়ন পরিষদের বাসিন্দা জনাব মজনু শেখ ও লায়লী বেগমের ছেলে মোঃমিজান শেখ এ হামলা করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় চরবামুন্দী গ্রামের স্থানীয় বাসিন্দার মুদি দোকান থেকে মিজান বাকীতে কেনাকাটা করতো।কিন্তু যথাসময়ে টাকা পরিষদ করতো না।আজ দুপুর আনুমানিক ১২:৩০মিনিটে দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অসুস্থ দোকানদারের সাথে মিজানের কথা কাটাকাটি হয় এবং এক প্রর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়।দোকানের মালিকের ভাষ্য মতে”মিজান আমাকে আগে ঘুষি মারছে,,পদ্মাটিভি২৪ ও এটুজেড বার্তা২৪ এর মধুখালী থানা প্রতিনিধি সালমান আহমেদ বিষয়টির মিমাংসা করতে গেলে বদমেজাজি মিজান তার উপরও চড়াও হয় এবং মারধর করে। এলাকাবাসীর একাংশ বলেন আমরা এর বিচার চাই।মিজান যে কাজটি করছে তা একটি অপরাধ। প্রতিনিধি সালমান বলেন বিষয়টির সমাধান করতে যেয়ে আমি হামলার শিকার হয়েছি।একজন সাংবাদিকের উপর হামলা এটা অবশ্যই ঘৃণিত কাজ।