ঢাকা ২১ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলো হাজারো ছাত্র-জনতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় পৌঁছেছে: বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ৯ প্লাটুন ব্যাটালিয়ান আনসার কনওয়ের ২২৭, নিউজিল্যান্ডকে ছেড়ে না দেওয়ার ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

জনগণের আস্থা ফেরাতে চান তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  1:31 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তার দলের প্রধান লক্ষ্য এখন জনগণের আস্থা পুনর্গঠন করা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান লিখেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি ভোটারের বিশ্বাস অর্জন করা বিএনপির অগ্রাধিকার। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। তিনি আরও জানান, ইতোমধ্যে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাত হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বহিষ্কৃত হয়েছেন, আবার অনেকে পদ হারিয়েছেন। তারেকের মতে, শৃঙ্খলা দুর্বলতা নয়- বরং সেটিই দলের শক্তি।
পোস্টে তিনি তরুণ প্রজন্মকে বিশেষভাবে উল্লেখ করে বলেন, তরুণরা রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না; তারা অংশগ্রহণ ও পরিবর্তনের সুযোগ খোঁজে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে সামনে রেখে বিএনপির ৩১ দফা কর্মসূচি তরুণদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান ইতিহাসের ধারাবাহিকতাও টানেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতাকে রাজনীতির কেন্দ্রে স্থাপন করেছিলেন, আর খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই উত্তরাধিকারের ভিত্তিতেই বিএনপি আজ আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে। গণতন্ত্র ও স্থিতিশীলতার বার্তা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান- ‘আমরা ঐক্যবদ্ধ থাকব, শৃঙ্খলা বজায় রাখব, এবং জনগণের সেবায় নিবেদিত থাকব। তাহলেই বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।’

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ