নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৫, 2:14 AM
মধুখালীতে অবাধে চলছে গ্যাস সিলিন্ডার বিক্রি, ঝুঁকিতে জনজীবন
ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন হাটবাজারে সরকারি নিয়মনীতি ও লাইসেন্স ছাড়া অবাধে বিক্রি হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি পর্যাপ্ত নজরদারি না থাকায় মুদি দোকান, হার্ডওয়্যার দোকানেও চলছে এই ঝুঁকিপূর্ণ ব্যবসা।
উপজেলার মধুখালী, জাহাপুর, রায়পুর, নওপাড়া বাগাট,গোপালদি ডুমাইন, কামারখালীসহ বিভিন্ন হাটবাজারে দেখা গেছে এমন চিত্র। অনুমোদিত ডিলার ছাড়া সাধারণ ব্যবসায়ীরা রাস্তার পাশে ও দোকানের সামনে স্তূপ করে সিলিন্ডার মজুত করছেন। একটার ওপর আরেকটা সাজিয়ে রাখা হচ্ছে, মানা হচ্ছে না সংরক্ষণের কোনো নিরাপত্তা বিধি।
নিয়ম অনুযায়ী কোম্পানির অনুমোদিত ডিলার খুচরা বিক্রির জন্য সর্বোচ্চ ১০টি সিলিন্ডার মজুত রাখতে পারেন এবং বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু মধুখালীর অধিকাংশ বিক্রেতারই এসব লাইসেন্স নেই। অনেকেই কেবল ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, আবার কারও ট্রেড লাইসেন্সও নেই।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল মুঠোফোনে বলেন, যততত্র গ্যাস সিলিন্ডার বিক্রি ঝুকিপূর্ণ, এই বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম বলেন, গ্যাস সিলিন্ডার অনেক শক্তিশালী আকার ধারন করে যদি এটি বিস্ফোরণ হয়, আমরা উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দোকানীদের সর্তক করেছি উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব।