সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট, ২০২৫, 12:18 PM
লন্ডনের লিটল ইলফোর্ড এলাকায় লেবার কাউন্সিলর দের আসন্ন নির্বাচনে ক্যাম্পেইন জোরদার
ক্যাম্পেইনে যোগদানকারী কাউন্সিলর মিসেস নূর নাহার বেগম, মিঃ আবু সাইদ বাসার ও অন্যান্য।
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ার জন্য লেবার পার্টির কাউন্সিলর গন দিন রাত ক্যাম্পেন করে যাচ্ছেন যার যার নিজ এলাকায়। ছবিতে দেখা যাচ্ছে বর্তমান লিটিল ইলফোর্ড এলাকার কাউন্সিলর মিসেস নূর নাহার বেগম ও আবু সাইদ বাসার এবং অন্য এলাকার একজন বিশিষ্ট কাউন্সিলর।
মিসেস নূর নাহার বেগম ও আবু সাইদ বাসার লন্ডনের নিউহ্যাম বরোর লিটল ইলফোর্ড ওয়ার্ডের জন্য লেবার পার্টির কাউন্সিলর। তাহারা পাঁচ মে, 2022 এ এলিজাবেথ হান্ন বুকারের সাথে নির্বাচিত হন। পুনরায় নির্বাচনের জন্য তাহারা দিবা-রাত্র পরিশ্রম করে যাচ্ছেন।
সম্পর্কিত