নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, 7:22 PM
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসক্লাবের সম্পাদক পলাশের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ দীর্ঘ সাত মাস কর্মক্ষেত্রে বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু ও অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন।
এসময় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান হেলাল, সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সাংবাদিক মোঃ লেলিন মাহমুদ, শিকদার শাহরিয়ার, মোঃ আবির হোসেন আবু ও মোঃ রাজিব হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর চক্রবর্তী,
মোঃ মানিক শিকদার, মোঃ ইদ্রিস আলী,মোঃ নাজমুল হোসেন,মোঃ সুজল খান, অসিম কুমার দত্ত, মোঃ সজিব মোল্লা, বিপ্রজিৎ সাহা,
মোঃ সালমান আহমেদ, পার্থ রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
মিটিং শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।