নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৫, 3:03 AM
‘হেল্প, হেল্প’ বলে চিৎকার, কাছে যেতেই শিক্ষককে ছুরিকাঘাত স্কুলছাত্রীর
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে একজন ছাত্রী (১৬)। ওই ছাত্রী আগে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়তেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ২০২৩ স্কুল থেকে বহিষ্কার (টিসি) করা হয়েছিল
আহত হলেন- রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মারুফ কারখী (৩৪)। তার গলা ও হাতে জখম হয়েছে। তিনটি সেলাই লেগেছে।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক কর্মকর্তা জানান, টিসি দেওয়ায় ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। শুধু শিক্ষক মারুফের প্রতি নয়, প্রতিষ্ঠানের সবার প্রতিই তার ক্ষোভ ছিল। যে কারণে হামলার পরিকল্পনা ছিল তার।
ঘটনার পর অভিভাবককে ডেকে তাদের হাতে ছাত্রীকে তুলে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়নি। ঘটনার পরের একটি ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী অশ্রাব্য ভাষায় গালাগাল করছে।
এ বিষয়ে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আব্দুল্লাহ গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, বিষয়টি নিজেরাই সমাধান করবেন। এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।