কুকুর ও বিষাক্ত সাপের সাথে লড়াই

684 0

কুকুর যে  খুব প্রভুভক্ত প্রানী তা বিষাক্ত সাপের সাথে লড়াই করে জীবন দেয়ার মাধ্যমে আবারো প্রামান পাওয়া গেল।

আদরের কুকুরকে চোখের সামনে বিষের যন্ত্রনায় ছটফট করে মরতে দেখে অঝোরে কেঁদেছেন তার মনিব পরিবার ও এলাকাবাসী।অবশ্য তারা বিষাক্ত গোখরাটিকেও পিটিয়ে মেরে ফেলে। 

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। 

সরেজমিন জানা গেছে, ওই গ্রামের সহিদ কাজীর ছেলে সুজনের খুব আদরের পোষা কুকুর ছানাটি সোমবার রাত ৮ টার দিকে প্রায় পৌনে ৩ হাত লম্বা গোখরা সাপটিকে কামড়ে ধরে বাড়ির মধ্য হতে রাস্তার উপর নিয়ে আসে।সেখানে সাপ-কুকুরের মধ্যে চলে প্রানঘাতি লড়াই।এ সময় স্থানীয় মুদি দোকানদার সিদ্দিক শেখ, রমজান আলী,সাহিদা বেগম,রোজিনা বেগম, নিরব রাজ, শিমুল খানসহ অনেকেই জড়ো হয়ে গেলেও কেউ কাছে ভেড়ার সাহস করেন নি।

লড়াইয়ের মাঝে সাপটি কয়েকবার কুকুরটিকে ছোবল মারে।এতে কুকুর ছানাটি অল্প সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়ে।এ পর্যায়ে সাপটি বিজয়ী বেশে চলে যেতে চেষ্টা করলে মুদি দোকানদার সিদ্দিক শেখ সাহস করে দোকানের ঝাপের লাঠি নিয়ে সাপটি আঘাত করে পিটিয়ে মেরে ফেলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,কুকুর ছানাটি আমাদের সকলের খুব প্রিয় ছিল।প্রথমে ভয় পেলেও সাপের কামড়ে ওর অসহায় মৃত্যু দেখে আর ঠিক থাকতে পারিনি।তাই সাহস করে সাপটিকে পিটিয়ে মেরে ফেলি।

গৃহবধূ সাহিদা বেগম ও রোজিনা বেগম বলেন,কুকুর ছানাটি নিজের জীবন দিয়ে আমাদের এলাকার মানুষকে রক্ষা করে গেল।এই বিষাক্ত সাপের কামড়ে আমাদের যে কারো মৃত্যু হতে পারতো।

সুজনের মা মনোয়ারা বেগম বলেন,আমরা পরিবারের সবাই কুকুর ছাানাটিকে খুব ভালো বাসতাম।বাড়ির খাবার ছাড়াও নিজেদের শিশু বাচ্চার মতো ওকে দোকান থেকে নিয়মিত বিস্কুট, পাউরুটি কিনে  দিতাম।ও নিজেও আমাদের খুব পছন্দ করতো।আমার ছেলে বাড়িতে নেই। নানা বাড়ি বেড়াতে গেছে। ওর প্রিয় কুকুরের মৃত্যুর খবর শুনে অঝোরে কান্না করছে।

কুকুরটি তার নিজের জীবনের মায়া না করে আমাদের জীবন বাঁচাতে বিষাক্ত সাপের সাথে লড়াই করে  তার জীবন দিয়ে গেল।ওর জন্য খুব কষ্ট হচ্ছে।

আমরা মানুষেরা ওর মতো এতটা দরদি হয়ে প্রিয়জনের জন্য নিজেদের জীবন দিতে পারব কিনা বলে তিনি সন্দেহ পোষন করেন।

Related Post

ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রি মেডিকেল ক্যাম্প

Posted by - March 22, 2021 0
ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস’র এ প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।২১/০৩/২০২১ রোববার সকালে শহরের এসএম…

মাগুরা-যশোর সড়ক দুর্ঘটনা নিহত

Posted by - March 30, 2021 0
যশোরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদ হাসান নিহত  হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার…

রাজবাড়ীর উদয়পুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী

Posted by - February 6, 2021 0
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী…

বালিয়াকান্দি উপজেলার জামালপুর কুঞ্জলাল স্মৃতি সংঘের উদ্যোগে বিনামূল্মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

Posted by - April 7, 2021 0
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর কুঞ্জলাল স্মৃতি সংঘের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর বাজারে…

রাজবাড়ীর বাণিবহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী

Posted by - February 7, 2021 0
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের দারুল উলুম হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বিতরণী অনুষ্ঠানে…