ঝিনাইগাতী উপজেলায় ৩ জানুয়ারী বুধবার বিকালে উপজেলার জিরো পয়েন্টে পিডিপি ভূতুড়ে ও অপ্রত্যাশিত বিদ্যুৎ বিল প্রদান, গ্রাহকদের হয়রানি ও অসৎ আচরণের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিদবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । “সকল ক্ষেত্রে সুশাসন চাই, দুর্নীতির অবসান চাই” স্লোগান নিয়ে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আয়োজনে মানববন্ধনের কর্মসূচি পালন করেন । উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, জেলা জাসদের সহ-সভাপতি লাল মোহাম্মদ শাজাহান কিবরীয়া, উপজেলা জাসদের সহ-সভাপতি রফিকুল বারী ছানা, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক মুখলেসুর রহমান মুকুল, জাসদ ছাত্রলীগ শেরপুর জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মান্নান, জাতীয় কৃষক জোটের সভাপতি মমতাজ আহমেদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি ফকির আমিনুল ইসলাম, জাসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান লালচান, জাসদ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস। এছাড়াও বক্তব্য রাখেন সেলিম আহম্মেদ, সায়েদ আহম্মেদ জুয়েল, পলাশ, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বর্তমান আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামানের অসৌজন্য মূলক আচরণের শাস্তি দাবি করে কঠোর আন্দলোনের হুশিয়ারি প্রদান করেন । এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকের কাছে লক্ষাধিক টাকার বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে বারংবার নোটিশ করা সত্বেও সে আমলে না নেওয়ায়, তার বিরুদ্ধে মামলা করায় তিনি আমার তথা আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন৷

