ফরিদপুরের সালথায় বেআইনিভাবে সড়ক দখল করে চলাচলে বাধা সৃষ্টি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ টি স’মিল ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২রা ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাপুর বাজারে সংযোগ সড়কের পাশে অবস্থিত তিনটি স’মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি। এ সময় লাইসেন্সবিহীন ভাবে ব্যাবসা পরিচালনা করা ও হাইওয়ে সড়কের দুই পাশে গাছ রেখে নাগরিকদের চলাচলে বিঘœ ঘটানোয় স’মিল ব্যাবসায়ী মোঃ বাচ্চু মাতুব্ব, রমজান মোল্যা ও ফিরোজ মোল্যাকে ২ হাজার টাকা করে ৩’জনকে মোট (৬ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, ব্যবসায়ীদের বারবার অনুরোধ ও নোটিশ করার পরও তারা সড়কের পাশে গাছ রেখে এবং লাইসেন্সবিহীন ভাবে স’মিল ব্যবসা পরিচালনা করছেন; যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কে যানজট মুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা ফরেস্ট অফিসার মোঃ তোরাব হোসেন, সালথা থানা এস আই জাফর, অন্যান্য পুলিশ সদস্য ও ভূমি অফিসারের অফিস সহকারী রবিউল ইসলাম প্রমূখ। উল্লেখ্য সড়ক দখল করে গাছ রেখে সড়কে যানজট সৃষ্টি করায় গত কিছুদিন আগে পত্রপত্রিকায়

