ঢাকা ২১ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলো হাজারো ছাত্র-জনতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় পৌঁছেছে: বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ৯ প্লাটুন ব্যাটালিয়ান আনসার কনওয়ের ২২৭, নিউজিল্যান্ডকে ছেড়ে না দেওয়ার ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

লিটনের সর্বোচ্চ ছক্কার রেকর্ড, ব্যাট হাতে আরও যত কীর্তি

#

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৫,  11:06 AM

news image

সাম্প্রতিক সময়ে ফর্মের ধারাবাহিকতা চলমান এশিয়া কাপেও টেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারানোর পথে তিনি ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ৫৯ রানের ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারও তিনি।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করা হংকং ১৪৩ রান তুলেছিল। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন-সাকিব-রিশাদ। এরপর লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে শুরু থেকে পথ দেখান লিটন। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৯ ও তানজিদ তামিম ১৮ বলে ১৪ রানে ফিরলে জয়ের পথ সুগম করে লিটন ও তাওহীদ হৃদয়ের ৯৫ রানের জুটি। লিটন ৩৯ বলে ৫৯ রানে ফিরলেও হৃদয় ৩৫ রানে অপরাজিত ছিলেন।

দলের জয় নিশ্চিত করার পথে ৬টি চার ও একটি ছক্কা হাঁকান লিটন। এর মধ্য দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৭৭ ছয়ের রেকর্ড টপকে যান তিনি। কালকের ম্যাচে নামার আগে দুজনের সমান ছক্কা ছিল। ১১১তম ম্যাচ খেলতে নেমে লিটন ৭৮ ছক্কা হাঁকিয়ে শীর্ষে উঠেছেন। এর আগে মাহমুদউল্লাহ ৭৭ ছক্কা হাঁকান ১৪১ ম্যাচে। টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংগ্রাহকের তালিকায়ও দুই নম্বরে উঠেছেন লিটন, এদিক থেকেও তিনি টপকে গেছেন মাহমুদউল্লাহকে।

সাকিব আল হাসান — ২৫৫১ রান (১২৯ ম্যাচ)

লিটন দাস — ২৪৯৬ রান (১১১ ম্যাচ)

মাহমুদউল্লাহ রিয়াদ — ২৪৪৪ রান (১৪১ ম্যাচ)

তামিম ইকবাল — ১৭০১ রান (৭৪ ম্যাচ)

মুশফিকুর রহিম — ১৫০০ রান (১০২ ম্যাচ)

এদিকে, বর্তমানে খেলছেন বাংলাদেশের এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার তালিকায় লিটনের পর ওপরের দিকে আছেন সৌম্য সরকার (৫৫) ও জাকের আলি অনিক (৩৮)। এ ছাড়া সাকিব আল হাসান ৫৩, তামিম ইকবাল ৪৪, আফিফ হোসেন ৩৮, তাওহীদ হৃদয় ৩৭, মুশফিকুর রহিম ৩৭, তানজিদ তামিম ৩৪ ও সাব্বির রহমান ২৯টি ছয় হাঁকিয়েছেন। 

এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ইনিংসে সর্বোচ্চ রান করার দিক থেকেও লিটন এখন দুইয়ে আছেন। ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করা সাব্বির রহমানের অবস্থান এখনও শীর্ষে। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ৪৮*, সৌম্য ৪৮ ও মোহাম্মদ মিঠুন ৪৭ রান করেছেন। গতকাল হংকংয়ের লক্ষ্য তাড়ায় লিটন-হৃদয় মিলে গড়েন ৯৫ রানের জুটি। যা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে সাকিব-সাব্বির মিলে ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের জুটি গড়েছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ